ভর্তি ফরম (২০২৬ শিক্ষাবর্ষ)

২০২৬ সালে এস.সি.ডি সিলেট শাখায় ভর্তির জন্য নিচে উল্লিখিত উপায়ে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে, ইন-শা-আল্লাহ।

১ নভেম্বর ২০২৫ থেকে এস.সি.ডি (সিলেট) স্কুল অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ফরম এর মূল্য ১০০ টাকা। ফরম সংগ্রহের পর তা যথাযথভাবে পূরণ করে ফরমের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ১ জানুয়ারী ২০২৫-এর মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে। স্কুল অফিস থেকে ফরমটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে সব ঠিক থাকলে ফরমের নিচের “স্টুডেন্ট কপি” অংশটি আপনাদের ফেরত দেওয়া হবে।

যারা ভর্তি ফরম অফিসে জমা দিবেন, তাদের পরবর্তীতে স্কুল অফিস থেকে ইন্টারভিউয়ের দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ে অভিভাবক এবং ছাত্র বা ছাত্রী উপস্থিত থাকতে হবে। ভর্তি পরীক্ষায় বা ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হবে তাদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।


যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন: +৮৮ ০১৬০০ ৩১৯ ৯৯৯ (সকাল ৯:০০ – বিকাল ৫:০০টা)

মা’আসসালামাহ

এস সি ডি এডমিন